কালীগঞ্জে যুবকের নিখোঁজ: পরিবারের উদ্বেগ

 


বনি আমিন স্টাফ রিপোর্টার -

গত ১লা এপ্রিল, ২০২৫ ইং তারিখে কালীগঞ্জ উপজেলার বড় তালিয়ান গ্রামের মাওলানা ইউনুস আলীর ছেলে ইমরান আহমেদ (৩০) নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবারের সূত্রে জানা যায়, ইমরান আহমেদ ওইদিন সকাল ১০টার দিকে বাড়ি থেকে কালীগঞ্জে যাওয়ার কথা বলে বের হন। কিন্তু এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তার সঙ্গে কোনো মোবাইল ফোন ছিল না, ফলে যোগাযোগ করা সম্ভব হয়নি। আত্মীয়স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

ইমরান আহমেদ দেড় বছর আগে বিবাহ করেছেন, তবে তার কোনো সন্তান নেই। পরিবারের সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। নিখোঁজ হওয়ার পর থেকে তার স্ত্রী ও পিতা-মাতা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, "আমরা সাধারণ ডায়েরি গ্রহণ করেছি এবং ব্যক্তিকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। কোনো তথ্য পাওয়া গেলে পরিবারকে জানানো হবে।"

No comments

Powered by Blogger.