কালীগঞ্জে সাবেক পৌর মেয়র ও আ'লীগ নেতা বিজু আটক
রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার বেলা তিনটার দিকে কালীগঞ্জ থানা পুলিশ শহরের আড়পাড়ায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গত ৫ই আগষ্টে শহরে বিএনপির অফিস, দোকানপাট ভাংচুর, অগ্নিসংযোগ ও শিবিরকর্মী হত্যাসহ কালীগঞ্জ থানায় ৩ টি মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আ'লীগ নেতা ও সাবেক মেয়র মোস্তাফিজুল রহমান বিজু তার নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে বেলা ৩ টার দিকে থানার ওসিসহ পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বিজুকে গ্রেফতার করে। তাকে সন্ধ্যার আগে ঝিনাইদহ আদালতে সোর্প্দ্দ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৫ই আগষ্টের পর থেকেই আ'লীগ নেতা বিজু পালিয়ে বেড়াচ্ছিল। এদিন সোমবার তার পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিতে বাড়িতে এসেছিলেন বলে জানা যায়।
Tags:
Related Posts
-
Next
পরকিয়ার জের: আগুন দিয়ে দগ্ধের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
-
Previous
ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর বন্ধের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
No comments