কোটচাঁদপুরে আওয়ামী পুলিশের দালাল যুবলীগ নেতা দলুকে পিটিয়ে যখম, থানায় অভিযোগ

 


মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার-

পতিত ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকারের আমলে নিরীহ মানুষকে পুলিশ দিয়ে  হয়রানি ও অর্থনৈতিক বানিজ্য করার অভিযোগে গেল রবিবার রাত ৮ টা ৩০মিনিটের দিকে  কথাকাটির এক পর্যায়ে পুলিশের দালাল খ্যাত যুবলীগের কর্মী দেলোয়ার হোসেন দলুকে গণধোলাই দিয়েছে স্থানীয় ভুক্তভোগী বিক্ষুব্ধ জনতা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুরের বলুহর ইউনিয়নের ফুলবাড়ী (দক্ষিণ শেখ পাড়া) গ্রামে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, চায়ের দোকানে বসে জুলাই এর গণঅভ্যুত্থান এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করাই কতিপয় কয়েকজন প্রতিবাদী যুবক তাকে ধোলাই দেয়। এ ব্যাপারে দলু কোটচাঁদপুর মডেল থানায় তিন জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের  করেছে। এ ব্যাপারে দলুকে কি কারনে পিটিয়েছে জিজ্ঞাসা করা হলে সুচতুর দলু  এড়িয়ে যান এবং আমতা আমতা করতে থাকেন । যে তিনজনের নামে থানায় অভিযোগ হয়েছে তার মধ্যে একজন আনোয়ার হোসেন তাকে মোবাইল ফোনে জিজ্ঞাসা করা হয় যুবলীগ কর্মী দলুকে পিটিয়েছে কে বা কাহারা? থানায় আপনার নামে অভিযোগ হয়েছে এ ব্যাপারে আপনার বক্তব্য কি? আনোয়ার হোসেন উত্তরে বলেন, যেখানে মারামারির ঘটনা তদস্থলে আমি ছিলাম না এবং জানিও না। কিন্তু যাকে কতিপয় যুবকরা ধোলাই দিয়েছে সে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি এবং জামায়াতের অনেক নিরীহ মানুষকে প্রশাসন দিয়ে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে অর্থনৈতিক বানিজ্য করেছে। এব্যাপারে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতব্বর এর কাছে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

No comments

Powered by Blogger.