শৈলকুপায় মধ্যরাতে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। শনিবার রাত ১ টার দিকে উপজেলার বালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পুলিশ ও স্থানীয়রা জানান, বালাপাড়া গ্রামের কুমার নদের খাস জমি দীর্ঘদিন ধরে বন্ধবস্ত নিয়ে চাষ করে আসছে একই গ্রামের সেলিম হোসেন। ৬ আগষ্ট একই গ্রামের আমিরুল ওই জমির একটা অংশ নিজের দাবি করে দখল করে নেয়। এর পর থেকে গ্রামে সেলিম ও আমিরুলের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিলো। গত শুক্রবার আমিরুলের সমর্থকরা সেলিম হোসেনের সমর্থক চাঁদ ও মোজামকে মারধর করে। এরই জের ধরে রাত ১ টার দিকে সেলিমের সমর্থকরা মিটিং শেষে বাড়ি ফেরার পথে আমিরুলের সমর্থকরা হামলা চালায়। সেসময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিনাইদহ সদর হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, রাতেই আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়েছি। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তাই আমরা পুলিশ মোতায়েন করেছি।
K
No comments