ঝিনাইদহে ৬০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 


ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে প্রান্তিক সাংস্কৃতিক পল্লী ও শিশু পার্কে অংকুরের আয়োজনে ৬০ টি পরিবারের মধ্যে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে অঙ্কুর’র আহবায়ক জয়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি ও অঙ্কুর’র আজীবন সদস্য আহসান হাবিব রনক। অঙ্কুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঙ্কুর’র দাতা সদস্য হায়দার আলী, সাবেক জি এস সরকারি কেসি কলেজ ও যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার বাঁশি, অঙ্কুর’র আজীবন সদস্য মো: আবুল কালাম আজাদ ও মীর আব্দুল মান্নানসহ অন্যান্যরা। সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের সদস্যরা ঈদ সামগ্রী পেয়ে সন্তষ্টি প্রকাশ করেন।

No comments

Powered by Blogger.