বারোবাজারে সংঘবদ্ধ ডাকাতি, প্রতিরোধে গৃহবধূ জখম

 


 স্টাফ রিপোর্টার -

ঝিনাইদহের কালীগঞ্জ  বারোবাজার ইউনিয়নের মাজদিয়া নামক গ্রামে একের পর এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটছে। স্থানীয়দের উদ্যোগে ১২ সদস্যের একটি পাহারাদার দল নিয়মিত পাহারা দিলেও অপরাধীরা রাত্রিকালীন হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গতকাল রাত আনুমানিক ২টার দিকে চারজন কালো পোশাকধারী সশস্ত্র ডাকাত ধারালো অস্ত্রসহ অজিত মোল্লার বাড়িতে হানা দেয়।

জানা যায়, ডাকাত দল তার পুত্রের প্রবাস যাত্রার জন্য সংরক্ষিত তিন লাখ টাকা লুট করে। তারা আলমারি ভেঙে অর্থ সংগ্রহের সময় বাড়ির সদস্যরা গভীর নিদ্রায় ছিলেন। তবে পালানোর মুহূর্তে অজিত মোল্লার স্ত্রী জেগে ওঠেন এবং সাহসিকতার সঙ্গে এক ডাকাতের পোশাক টেনে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাত দল তার হাতে ধারালো অস্ত্রের আঘাত করলে গভীর ক্ষত সৃষ্টি হয়। এসময়  তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে।

আরো জানা যায়, একাধিক ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়রা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।

No comments

Powered by Blogger.