কালীগঞ্জে অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ সবকিছু ভস্মীভূত
সোহাগ হোসেন, স্টাফ রিপোর্টার -
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৪ নম্বর নেয়ামতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মহেশ্বর চাঁদা গ্রামে আব্দুল আজিজ জদ্দারের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে গেছে।
শনিবার দিবাগত রাত ৩:৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডের ফলে পুরো ঘরের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে এখনো নিশ্চিতভাবে কারণ জানা যায়নি।স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন এবং কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে ফায়ার সার্ভিস আসার আগেই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
No comments