সরকারি মাহাতাব উদ্দিন কলেজ শাখা ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত।
বনি আমিন স্টাফ রিপোর্টার -
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহাতাব উদ্দিন কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এক হৃদ্যতাপূর্ণ ও ভাবগম্ভীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রনেতা ও অতিথিরা রমজানের গুরুত্ব ও শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝিনাইদহ জেলা শাখার সেক্রেটারি ওবাইদুর রহমান খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাবেক সভাপতি মনিরুজ্জামান মিঠু, কলেজ সম্পাদক মোঃ মাজেদুল হক মোল্লা, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এ এইচ মুর্তজা, সেক্রেটারি হাফেজ সোহাগ মাহমুদ, পৌর সাংগঠনিক শাখার সভাপতি আরাফাত হোসাইন ও সেক্রেটারি মোহাম্মদ সাইফুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সরকারি মাহাতাব উদ্দিন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ হুসাইন আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ তালহা জোবায়েরের সঞ্চালনায় এই আয়োজন সম্পন্ন হয়। অতিথিরা রমজানের শিক্ষা, সংযম ও ইসলামী আদর্শ বাস্তবায়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "রমজান আত্মশুদ্ধির মাস, এই মাস আমাদের আত্মসংযম ও নৈতিক উৎকর্ষের শিক্ষা দেয়। শিক্ষার্থীদের উচিত নিজেকে আদর্শ ও দেশগঠনে নিবেদিত করা।" দীর্ঘদিন পর শিক্ষার্থীদের সরাসরি মিলিত হয়ে ইফতার আয়োজনের সুযোগ পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেন।
No comments