কালীগঞ্জে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে থানা পুলিশের কার্যক্রম জোরদার

 


বাবুল আক্তার স্টাফ রিপোর্টার -

পবিত্র মাহে রমজান উপলক্ষে সড়ক-মহাসড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে মাসব্যাপী কঠোর কর্মসূচি হাতে নিয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ। বিশেষ করে রমজানের দিনগুলোতে রাতে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনসমূহ যাতে নিরাপদে নির্বিঘ্নে কালীগঞ্জ থানা এলাকার মধ্যে মহাসড়ক ও পার্শ্বসড়ক ব্যবহার করে নির্দিষ্ট গন্তব্যে যেতে পারে সেদিকে নজর দিয়ে নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছে কালীগঞ্জ থানা পুলিশের চারটি টিম। জানা যায়, পহেলা রমজান থেকে শুরু হওয়া এ নিরাপত্তা কর্মসূচি চলবে ঈদ-উল-ফিতর পরবর্তী সময় পর্যন্ত। রমজানের প্রতি রাতেই কোটচাঁদপুর রোডে নিরাপত্তা চৌকি বসিয়ে সীমান্ত এলাকা থেকে ঢাকা এবং দূরপাল্লার বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে আসা কিংবা সীমান্ত এবং বিভিন্ন এলাকাগামী পরিবহনগুলোতে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। এ সময় সন্দেহভাজন যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সাথে সংরক্ষণ করা হচ্ছে পরিবহনগুলোতে থাকা যাত্রীদের ভিডিও ফুটেজ। কোটচাঁদপুর রোডের পাশাপাশি ঝিনাইদহ যশোর মহাসড়কের ছালাভরা নামক স্থান থেকে বারোবাজার এবং গান্না বাজারের আগ পর্যন্ত রাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত কল্পে কাজ করে যাচ্ছে থানা পুলিশ। আর থানা পুলিশের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে। 

দর্শনা ডিলাক্স পরিবহনের চালক আব্দুস সালাম জানান, কালীগঞ্জ থানা পুলিশের রাত্রিকালীন এই বিশেষ নিরাপত্তা কার্যক্রমে আমরা খুশি। কেননা ঈদকে সামনে রেখে ডাকাত, ছিনতাইকারী ও মলম পার্টির দৌরত্ব বেড়ে যায়। রোজার মাস পড়ে রাতের বেলা কালীগঞ্জ থানা পুলিশের এমন তৎপরতাই আমরা অনেকটা নির্বিঘেœ চলতে পারছি। পুলিশ যদি এভাবে আমাদের পাশে থাকে তাহলে রাতের বেলা রাস্তায় ডাকাতের হাত থেকে বাঁচা সম্ভব বলে আমি মনে করি। 

কালীগঞ্জ থানার এসআই রানা প্রতাপ বলেন, রমজান মাসে সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে থানা পুলিশের পক্ষ থেকে পেট্রোল ডিউটি ও মোবাইল ডিউটি বাড়ানো হয়েছে। অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণে থানা পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সড়কে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রাখতে আমরা সচেষ্ট রয়েছি। রাতে যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদারের সাথে কথা হলে তিনি জানান, ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ (বিপিএম সেবা) মহোদয়ের নির্দেশে কালীগঞ্জ থানা এলাকার মহাসড়কে চলাচলকারী যানবাহনের বিশেষ করে যাত্রীবাহী পরিবহনের নিরাপত্তার নিশ্চিতকল্পে আমরা বিশেষ কার্যক্রম পরিচালনা করছি। রমজান উপলক্ষে রাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে। থানার ৪ টি টিম কাজ করছে, তাদেরকে আমি সার্বক্ষণিক সুপারভাইজ করছি। পাশাপাশি পরিবহনে মলম পার্টির তৎপরতা রোধে যাত্রীদের সতর্ক থাকার আহŸান জানান হচ্ছে। এছাড়া, রমজান মাসে ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ দমনে কালীগঞ্জ থানা পুলিশ সতর্ক অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা।


No comments

Powered by Blogger.