ঝিনাইদহে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন



ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, প্রেসক্লাব মহেশপুরের সাধারণ সম্পাদক ও বাংলাটিভির প্রতিনিধি জিয়াউর রহমান জিয়ার নামে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবে মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এতে লিখিত বক্তব্য পেশ করেন মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

তিনি বলেন, আমি ফ্যাসিবাদ বিরোধী লড়াই করতে গিয়ে সাংবাদিক ও রাজনৈতিক কর্মী হিসেবে আমি নির্যাতনের শিকার হয়েছি। ১২টি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়েছে। পুলিশ একবার গুমের উদ্দেশ্যে আমাকে আটক করেছিল। সে যাত্রায় আমি ঝিনাইদহের সিনিয়র সাংবাদিকদের একান্ত সহায়তা ও আল্লাহ পাকের ইচ্ছায় প্রাণে রক্ষা পায়। আমি রাজনৈতিক কর্মী হিসেবে মহেশপুরে কোন জুলুমবাজী, প্রতিহিংশা ও অনৈতিকতার সুযোগ গ্রহন করিনি। বরাবর সচ্ছ ও জবাবদিহীতার মধ্য থেকে রাজনীতি করার চেষ্টা করছি। আমার এই সরলতা ও জনপ্রিয়তার কারণে অনেকেই আজ শত্রæতায় পরিণত হয়েছে। সেই দৃষ্টিকোন থেকে আজ আমি মিথ্যাচারের শিকার। দৈনিক কালেরকন্ঠ পত্রিকার অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন ও ডিজিটাল প্লাটফর্মে আমাকে জড়িয়ে মিথ্যা খবর প্রকাশ করা হয়েছে। প্রকৃত পক্ষে সেচ্ছাসেবকলীগ নেতা ও মাইটিভির জেলা প্রতিনিধি মিঠু মালিথার সঙ্গে আমার পেশাগত সম্পর্ক। এর বাইরে কিছু নেই। তাকে ভারতে পালাতে নাকি আমি সহায়তা করেছি বলে একেবারেই ডাহা মিথ্যা খবর প্রচারিত হয়েছে। কিন্তু এটা কোন ভাবেই সত্য নয়। মিঠু মালিথাকে আমি ভারতে পালাতে সহায়তা করিনি বা সে পালায়ওনি। একটি বিশেষ মহল আমার সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবে সম্মানহানী করার জন্য এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বলে আমি মনে করি। কাজেই এহেন মিথ্যা খবরের প্রতিবাদ জানিয়ে প্রকৃত খবরটি জনসমক্ষে তুলে ধরার জন্য আমি সাংবাদিক ভাইদের কাছে বিনীত ভাবে অনুরোধ করছি।

এদিকে সেচ্ছাসেবকলীগ নেতা আনিছুর রহমান মিঠু মালিথা বলেন, আমি কোথায় পালায় নি। আমি আমার গ্রামের বাড়িতেই আছি এবং তিনি বাড়িতে থাকার প্রমাণও দেন।


No comments

Powered by Blogger.