ঝিনাইদহের কালিগঞ্জে জামাল ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার -
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষ্যে ০৭/০২/২৫ইং তারিখ বিকাল ৪টায় গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কর্মী সভার আয়োজন করে ২নং জামাল ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ড বিএনপি। সঞ্চালনায় ছিলেন কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হোসাইন। উক্ত সভায় সভাপতিত্ব করেন ২নং জামাল ইউনিয়ন বিএনপি নেতা রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-০৪ আসনের গণমানুষের নেতা কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা জনাব হামিদুল ইসলাম হামিদ।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম রবি, জামাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মোল্ল্যা, মোহাম্মদ আলী খান, সদস্য গোলাম রব্বানী, সাবেক ছাত্রনেতা ও কালিগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান লাল, জাকির হোসেন, আফতাব হোসেন, কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু তাহের সহ কালিগঞ্জ উপজেলা পৌর এবং ২নং জামাল ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব হামিদুল ইসলাম হামিদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১দফা দাবি উপস্থিত জনগণের সানে তুলে ধরেন এবং সকল নেতৃবৃন্দেকে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।
প্রেস বিঞ্জপ্তি
No comments