কোট চাঁদপুরে জামায়াতে ইসলামীর রমজানকে স্বাগত জানিয়ে মিছিলঃ
মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থেকে
মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেঁস্তোরা বন্ধ রাখা, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮শে ফেব্রুয়ারি) বিকালে স্বাগত মিছিলটি শহরের ব্রিজ ঘাট মোড় বায়তুল মামুর জামে মসজিদের সামনে থেকে শুরু করে শহরের বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রিজ ঘাট মোড় এসে সংক্ষিপ্ত সমাবেশ দলটি।
উপজেলা শাখার আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা মাওলানা তাজুল ইসলাম এর নেতৃত্বে স্বাগত মিছিলে অংশগ্রহণ করেন, উপজেলা শাখার মিডিয়া বিভাগের সম্মানিত সম্পাদক ও সাবেক সেক্রেটারি জননেতা প্রভাষক শরিফুল ইসলাম, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান খান, মাওলানা নজির আহমেদ, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন সহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা নেতাকর্মী বৃন্দ।
স্বাগত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন মাহে রমজান এসেছে জাহিলী শাসন দূর, মানুষের ভাগ্যের পরিবর্তন, সমাজ থেকে সন্ত্রাস চাঁদাবাজি, খুন, ঘুম, হত্যা, রাহাজানি দুর করতে। তাই রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় পানাহার বর্জন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ, বেপর্দা বেহায়াপনা বন্ধ, পবিত্র সিয়াম সাধনা, দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
No comments