কালীগঞ্জে ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শাহজাহান আলী সাজু-
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে জেলা ছাত্র শিবিরের সভাপতি আরিফ হোসেনের নের্তৃত্বে বৃহস্পতিবার বিকেলে শহরে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলা ছাত্র শিবিরের সভাপতি আরিফ হোসেনের সভাপতিত্বে পথসভায় বক্তৃতা করেন, জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান খান, কালীগঞ্জ থানা ছাত্র শিবিরের সভাপতি এ এইচ মর্তুজাসহ থানা ও কলেজ শাখার নেতৃবৃন্দ। বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার ও তার দোসররা ১৭ বছর ছাত্র শিবিরের নেতা কর্মীর উপর যুলুম ও নির্যাতন করেছে। কালীগঞ্জে ছাত্র শিবিরের শহীদ সোহান, আবুজার, শামীমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নৃশংশতম এসব হত্যাকাÐের সুষ্ঠু বিচারে দাবি করে বক্তরা বলেন, অতিসত্বর এ হত্যাকান্ডে জড়িত খুনিদের শাস্তি নিশ্চিত করতে হবে। আগামী দিনে দেশে ছাত্র শিবির সকল দুর্নীতি, অনিয়ম রুখে দিয়ে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করবে।
No comments