ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতির মাতৃবিয়োগ

 


ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা সংবাদদাতা আসিফ কাজলের মাতা জরিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোরে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি পাঁচ পুত্র সন্তানসহ নাতি-নাতনি রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা জরিনা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস জনিত রোগে ভুগছিলেন। শনিবার ভোরে অজু করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সাংবাদিক মাতার মৃত্যুর সংবাদ পেয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও আত্মীয়-স্বজন বংকিরা গ্রামে ভিড় জমায়। শনিবার বাদ আসর বংকিরা হাই স্কুল মাঠে নামাজে জানাজা শেষে মরহুমাকে নিজ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।


No comments

Powered by Blogger.