কালীগঞ্জে গভীর রাতে দুই গরু চুরি
বনি আমিন, স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে এক মৎস্য ব্যবসায়ীর গোয়ালঘরের তালা ভেঙে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাত হতে ভোর ৫টার মধ্যে যে কোনো সময় এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী উপজেলার মাজদিয়া গ্রামের আলহাজ্ব আব্দুস সামাদের ছেলে তরিকুল ইসলাম জানান, তিনি ছোট ভাই মোস্তফা জামানের তত্ত্বাবধানে গরু পালন করে থাকেন। তার পাকা গোয়ালঘরে মোট চারটি গরু ছিল। এর মধ্যে সাদা-কালো রঙের একটি বড় ফ্রিজিয়ান গাভী এবং একটি কালো রঙের ষাঁড় গরু গোয়ালঘরের তালা ভেঙে চোর চক্রের সদস্যরা নিয়ে যায়।
ফজরের নামাজের সময় উঠে তিনি দেখতে পান গোয়ালঘরের তালা ভাঙা এবং দুটি গরু নেই। তখন আশপাশে খোঁজাখুঁজি করেও গরুগুলোর সন্ধান মেলেনি। বর্তমানে চুরি হওয়া গরু দুটির বাজারমূল্য আনুমানিক প্রায় তিন লক্ষ টাকা হবে। সুবর্ণসারা পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে বাড়ির পাশের সিসি ক্যামেরা পরিদর্শন করছেন বলেও তিনি জানান।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করলে চুরি হওয়া গরু উদ্ধারের পাশাপাশি চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করা হবে।
No comments