ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধে ঝিনাইদহে মানববন্ধন

 


ঝিনাইদহ প্রতিনিধি-

ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে টিম মুগ্ধ ও ভলান্টিয়ার্স ফর বাংলাদেশ (ভিবিডি)। মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠন দুটির সদস্যসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থী জাহিদুজ্জামান, ইমরানুল হাসান রিফাত, মাহমুদা আক্তার ইভা, তামান্না আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দেশে নারী ও শিশু ধর্ষণের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তারা ধর্ষণসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। সেই সঙ্গে দ্রæত বিচার আইনের মাধ্যমে এসব মামলা নিষ্পত্তি করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।




No comments

Powered by Blogger.