কোটচাঁদপুরে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

 


মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থেকে -

মেধা ও সততায় গড়ব সবার বাংলাদেশ ’বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা সভাপতি শফিক হাসানের সভাপতিত্বে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে কোটচাঁদপুর শহরের বলুহর স্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন বাস স্ট্যান্ডে গিয়ে সমাবেশ করে নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন জেলা সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুজাহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, সাবেক নেতা শাওন, হাফেজ আকরাম, আহসান হাবিব শামীমসহ বিভিন্ন এলাকা আসা থেকে নেতা কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন বাংলার মাটিতে আর কোন স্বৈরাচারীরের জায়গা হবে না। কোন চাঁদাবাজ, টেন্ডারবাজদের মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না।
 ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

No comments

Powered by Blogger.