ঝিনাইদহের ৪টি আসনের জামায়াতের প্রার্থী ঘোষণা
মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের সবগুলোতে দলীয় সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার রাতে দলটির পক্ষ থেকে এ ঘোষণা করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখা আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘোষিত প্রার্থীরা হলেন- ঝিনাইদহ-১ আসনের (শৈলকূপা) উপজেলা আমীর অধ্যাপক এ এস এম মতিউর রহমান, ঝিনাইদহ-২ আসনের (সদর-হরিনাকুন্ডু) জেলা আমীর অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর, ঝিনাইদহ -৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনের কালীগঞ্জ উপজেলা নায়েবে আমীর মাওলানা আবু তালেব।
ঝিনাইদহ জেলা আমীর অধ্যাপক আলী আজম মো. আবুবকর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশেই দলীয় প্রার্থী ঘোষণা করছে কেন্দ্র। এর অংশ হিসেবে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে।
Related Posts
রাজনীতি
-
Next
এমপিও ভুক্তির দাবীতে ঝিনাইদহে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
-
Previous
শৈলকুপায় জামায়াতের এম পি প্রার্থী- মতিউর রহমান
No comments