কালীগঞ্জে ১৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

 


শাহজাহান আলী সাজু-

ঝিনাইদহের কালীগঞ্জে ১৭০ ফেন্সিডিলসহ মিন্টু হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ শত ৭০ পিস ফেন্সিডিলসহ একটি মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে দিকে উপজেলার লাউতলা কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মিন্টু হোসেন চুয়াডাঙ্গা জেলাধীন জীবননগর উপজেলার ঘোষনগর এলাকার শুকুর আলি মন্ডলের ছেলে। এসময় মোটরসাইকেল চালক পালায়ে যায়। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালীগঞ্জ-কোটচাঁদপুর মহাসড়কের লাউতলা এলাকা থেকে মিন্টু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তার মোটরসাইকেল ও পেসারকুকারের বক্স তল্লাশি করে ১৭০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও নগদ ৩৩শত ৫০ টাকা অর্থ উদ্ধার করা হয়। মাদক কারবারীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা করা হবে বলে জানান এই কর্মকর্তা।


No comments

Powered by Blogger.