কোটচাঁদপুর জামায়াতের দুস্থ, অসহায়, হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

 


মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থেকে -

ঝিনাইদহের কোটচাঁদপুর জামায়াতে ইসলামীর উদ্যোগে দুস্ত,  অসহায়, হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার ৫ই জানুয়ারি) উপজেলা সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন এর সঞ্চালনায় ও উপজেলা আমীরের সভাপতিত্বে কম্বল বিতরণ উদ্বোধন করেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, জামায়াত নেতা সাবেক চেয়ারম্যান মতিউর রহমান খান, মাস্টার মশিয়ার রহমান, মাওলানা নজির আহমদ, মাস্টার রেজাউল ইসলাম, আব্দুল আউয়াল, মাওলানা নুরুন্নবী, সাবেক চেয়ারম্যান শরীফুর রহমান খান টিটো, মাওলানা আতিকুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ। উদ্বোধন শেষে ওয়ার্ড ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিকট বরাদ্দকৃত কম্বল হস্তান্তর করা হয়। পরে ইউনিয়ন দায়িত্বশীলদের নেতৃত্বে নিজ নিজ ইউনিয়নের অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হবে বলে জানান।

এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলাম জানান, এলাকার গরীব দুস্থদের শীত নিবারনের জন্য জামায়াতে ইসলামী সামর্থের মধ্যে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দলমতের উর্দ্বে উঠে প্রত্যেক সামর্থবানদের উচিত শীতার্তদের পাশে দাঁড়ানো।

কুয়াশাঢাকা দিনে শীত নিবারণে উষ্ণতার কম্বল পেয়ে খুশি হন অসহায় দুঃস্থ ও শীতার্ত মানুষেরা। তারা জামায়াতে ইসলামীর এই মহতি উদ্যোগের প্রশংসাও করেন।

No comments

Powered by Blogger.