কালিগঞ্জে ঈশ্বরবা দাখিল মাদ্রাসায় বই বিতরণ

 স্টাফ রিপোর্টার-

শিক্ষা আমার অধিকার বই দিচ্ছে সরকার, এরই আলোকে ১লা জানুয়ারি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বই বিতরণ জাতীয় বই উৎসব এর ধারাবাহিকতায় গোটা বাংলাদেশের ন্যায় ঝিনাইদহের কালিগঞ্জ  উপজেলার ঈশ্বরবা দাখিল মাদ্রাসায়  বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা সুপার মাওলানা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঈশ্বরবা দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার আলহাজ্ব  মাওলানা জামাত আলী লস্কর, চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সোলায়মান হোসাইন,ম্যানেজিং কমিটির বিদ্যোতসাহী সদস্য মোঃ এনামুল হক সিদ্দিক, অভিভাবক সদস্য মোঃ হারুনুর রশিদ, মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মোঃ গোলাম সরোয়ার, শিক্ষক মাওলানা মোঃ আইয়ুব হোসেন প্রমুখ।আলোচনা শেষে অতিথিগণ উৎসবমুখর পরিবেশের ছাত্র-ছাত্রীদের মাঝে  নতুন বই বিতরণ করেন। বই পেয়ে ছাত্রছাত্রীদের আনন্দ উল্লাস করতে দেখা গেছে। 



No comments

Powered by Blogger.