মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থেকে :।
ঝিনাইদহের কোটচাঁদপুরে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদের নিয়ে ব্যবসায়িক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১জানুয়ারী) বিকাল ৪:৩০ মিনিটে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও ডাঃ বিলাল আহমেদ এর সঞ্চালনায় স্থানীয় আল ফালাহ ইসলামী সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার আবু কাশেম কেন্দ্রীয় সদস্য ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। তিনি বলেন, দেশে অসাধু ব্যবসায়ীরা অসাধু সিন্ডিকেট করে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেয়। যাতে দেশের নিম্ন আয়ের মানুষেরা পড়ে চরম বিপাকে। সেই অসাধু ব্যাবসায়িদের অসাধু সিন্ডিকেট করে আর যেন নিম্ন আয়ের গরিব দুঃখী মানুষের পকেট কাটতে না পারে। এটাই ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মোঃ জিয়াউল ইসলাম খান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, অধ্যাপক শরিফুল ইসলাম, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান খান, মাস্টার রেজাউল ইসলামসহ প্রমুখ।
সমাবেশ শেষে কোটচাঁদপুর ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ডাঃ বিলাল আহমেদকে সভাপতি ও সাইফুল ইসলামকে সেক্রেটারি করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
No comments