কোটচাঁদপুরে মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা
রোকনুজ্জামান কোটচাঁদপুর থেকে -
শিক্ষা আমার অধিকার বই দিচ্ছে সরকার, এরই আলোকে ১লা জানুয়ারি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বই বিতরণ জাতীয় বই উৎসব এর ধারাবাহিকতায় গোটা বাংলাদেশের ন্যায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।
বুধবার সকালে দশটার সময় স্কুল প্রাঙ্গনে জাতীয় বই উৎসব পালন করা হয়। মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কর্মকর্তা কর্মচারী বৃন্দের উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের মধ্য দিয়ে উৎসব শুরু করা হয়।
এসময় তালসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাসিন আলী বলেন, আজ ১লা জানুয়ারি জাতীয় বই উৎসব পালন করা হচ্ছে। গরীব মেধাবী ছাত্র ছাত্রী রা, যখন বইয়ের অভাবেই লেখা পড়ার জীবন থেকে ঝরে পড়তো।সেই ঝরে পাড়া থেকে স্কুল মুখি করতে উদ্যোগ গ্রহন করেন কিভাবে এই শিক্ষার্থীদের স্কুল গামী করে,ছাত্র ছাত্রীদের শিক্ষিত,দক্ষ জন শক্তিতে রুপান্তরিত করা যায়। তারই ধারাবাহিকতায় ১লা জানুয়ারি প্রতিটা ছাত্র ছাত্রীদের মাঝে বই তুলে দিয়ে বাংলাদেশ তথা বিশ্বে এক দৃষ্টান্ত স্হাপন হয়েছে। শিক্ষার্থীরা নতুন বছরে তাঁদের নতুন বই হাতে পেয়ে উৎসব মুখর হয়ে পড়েন।শিক্ষার্থীদের কে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।
No comments