কালীগঞ্জে নানা কর্মসূচীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

   


       

স্টাফ রিপোর্টার-

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা ছাত্রদল আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটি হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বিকাল ৩টায় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ছাত্রদলের নেতৃবৃন্দ। 

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু তাহের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন। এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা এবং কালীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।

 আলোচনা সভা শেষে কালীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। 


 


No comments

Powered by Blogger.