কোটচাঁদপুরে ক্যামিকেল মেশিন বিস্ফোরণে ২ জন নিহত

 


মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থাকে -

কোটচাঁদপুরে হাওয়া মেশিন বিস্ফোরন ঘটে  মারা গেছেন দুই জন। এদের একজন রাম মল্লিক (৫০) ও মিল্টন বিশ্বাস (২৫)হোসেন। আহত হয়েছেন আলমগীর হোসেন (৩৫)। মঙ্গলবার সন্ধ্যা ৫.৩০ দিকে ঘটনা ঘটেছে স্থানীয় মোবাশ্বের মিয়ার তালমিলের পাশে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,হাওয়া মেশিন বিস্ফোরণ ঘটে কোটচাঁদপুরে দুই জন মারা গেছেন। এদের মধ্যে একজন কোটচাঁদপুর সিঙ্গিয়া গ্রামে বদিনাথ মল্লিকের রাম মল্লিক (৫০) ও অন্যজন একই গ্রামের ওমর আলী বিশ্বাসের মিল্টন বিশ্বাস (২৫)। ওই সময় তারা হাওয়া মেশিনের পাশের ঘরে বসে কাজ করছিল। হঠাৎ করে বিস্ফোরিত হয় হাওয়া মেশিন। মুখের অংশ ছুটে গিয়ে আঘাত হানে ওই তিন জনের দেহে। এতে করে ঘটনাস্থলে মারা গেছেন কোটচাঁদপুরের সিঙ্গিয়া গ্রামের বদিনাথ মল্লিকের ছেলে  রাম মল্লিক (৫০) ও একই গ্রামের ওমর বিশ্বাসের ছেলে মিল্টন বিশ্বাস (২৫)। ওই ঘটনায় আহত হন আলমগীর হোসেন (৩৫)। তিনি মহেশপুর উপজেলার আলমপুর ব্রীজঘাট এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। 
কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রাফসান রহমান বলেন, ওই ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্স কোন মৃত দেহ আসেনি। আমরা আহত একজনকে চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ওই ঘটনায় দুই জন মারা গেছে বলে জানতে পেরেছি।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,বিস্ফোরণের খবন শুনে আমরা ঘটনাস্থলে আসি। এরপর দেখতে পায় ঘটনাস্থলে দুই জনের মৃত দেহ। তাদের উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আর আহত আলমগীর হোসেন কে স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। 
তিনি বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে ঘটনা প্রকৃত রহস্য বলা সম্ভব হবে।

No comments

Powered by Blogger.