কালীগঞ্জ প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 


শাহজাহান আলী সাজু-

ঝিনাইদহের কালীগঞ্জ প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার সন্ধায় শহরের নিমতলা বাসস্টান্ড সংলগ্ন কালীগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব ভূবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী সাজুর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও কালীগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য আজাদ রহমান, বিশিষ্ট কলামিষ্ট এম এ কাদের, কালীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও চিত্রা নিউজ ২৪ ডট কমের সম্পাদক সোলাইমান হোসাইন, দৈনিক নয়া দিগন্তের গোলাম রসুল, দৈনিক ভোরের ডাক পত্রিকার এনামুল হক সিদ্দিক, সাংবাদিক শফিউল আলম লুলু, মিজানুর রহমান, উপদেষ্টা সদস্য মোমিনুর রহমান মন্টু, হুসাইন কবির সুজন, হামিদুল ইসলাম, প্রবীর বিশ্বাস, বাদশ আলী, হরেন্দ্রনাথ সুত্রধর ও খালেদ বিন রাব্বি। অনুষ্ঠানে আমন্ত্রত অতিথি ছিলেন, প্রয়াত সাংবাদিক আব্দুর রাজ্জাকের পুত্র দৈনিক খোলা কাগজের প্রতিনিধি ও কলামিষ্ট কামরুজ্জামান তোতা, প্রয়াত সাংবাদিক ডাক্তার আতোয়ার রহমানের পুত্র আহম্মেদ বেন বিল্লাহ ও প্রয়াত সাংবাদিক মনোজ সরকার ম্যানের পুত্র পিন্টু সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক বীর জনতার বাবুল আক্তার। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এছাড়াও কালীগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নয়া সদস্য বিশিষ্ট কার্য নির্বাহীর কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 


No comments

Powered by Blogger.