কোটচাঁদপুরে বোমা মেরে পশু চিকিৎসকের বাড়িতে ডাকাতি
রোকনুজ্জামান কোটচাঁদপুর প্রতিনিধি-
হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে কোটচাঁদপুর এক গ্রাম্য পশু চিকিৎসকের বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। এ সময় তারা দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানিয়েছে ভুক্তভোগী।
শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়ানের ঘাগা গ্রামে।
ভুক্তভোগি সুফল প্রমানিক বলেন, শুক্রবার রাতে আমার বাড়িতে হালখাতা ছিল। হালখাতা করে রাতে খাবার খেতে বসেছিলাম। এ সময় সুনিল হালদার বাড়ীতে যাওয়ার জন্য এর দরজা খোলেন।এরপর ডাকাতরা তাকে ও আমার জামাই অরুন কুমার রায়কে অস্ত্রের মুখে জিম্মি করেন। পরে তারা বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে বাড়ির মধ্যে এসে আমাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হালখাতার ২ লক্ষ ৫০ হাজার টাকা ও জামাই এর কাছে থাকা ৫০ হাজার টাকা লুট করে।একই সাথে স্ত্রী ও মেয়ের কানের দুল লুট করে নিয়ে যায়।তিনি বলেন, আঘাতে মেয়ে মিতারায়,স্ত্রী লিপিকা বিশ্বাস, জামাই অরুণ রায়, প্রতিবেশী সুনীল হালদার ও আমি আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিই। এ ঘটনায় কোন অভিযোগ করা না হলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।তালসার ফাঁড়ির সহ-উপপরিদর্শক সমির কুমার বলেন,রাত ১১ঃ৫ মিনিটের কে ফোন পেয়ে ঘটনা স্থলে যাই।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। যে বাড়িতে এ ঘটনা ঘটেছে তিনি গ্রাম্য পশু চিকিৎসক।তিনি বলেছে দস্যুরা ২ লক্ষ টাকা নিয়ে গেছেন। ওই ঘটনায় এখনো পর্যন্ত মামলা বা অভিযোগ করেননি ভুক্তভোগী। তবে আমরা আমাদের মত তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
No comments