কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

 


মোঃ জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত হয়েছে কর্মী সমাবেশ।
শুক্রবার (২৭শে ডিসেম্বর) মডেল মসজিদ প্রাঙ্গনে পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই। তিনি বলেন, আমাদের ব্যক্তি গঠন করে খাটি মুসলিম হতে হবে। অধিকাংশ মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করে মনে করে মুসলিম। অথচ নামাজ পড়ে না, কুরআনের বিধান মানে না। আর খেলাফতের দ্বায়িত্ব পালন করতে হবে। এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের কাজ করতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর আজিজুর রহমান, সাবেক উপজেলা সেক্রেটারি শরিফুল ইসলাম, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, জামায়াত নেতা বরকত উল্লাহ, শাহাবুদ্দিন শাবু, ডা. বিলাল হোসেন প্রমুখ।

No comments

Powered by Blogger.