কোটচাঁদপুরে বক্তব্য বিকৃত করে জামায়াত নেতার বিরুদ্ধে অপপ্রচার

 


মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থেকে :

ঝিনাইদহের কোটচাঁদপুর গণমানুষের জননন্দিত জননেতা অধ্যাপক মতিয়ার রহমান। তিনি পরিছন্ন রাজনীতিবিদ ও গ্রহনযোগ্য বিশিষ্ট শিক্ষাবীদ। নির্লোভ ও সাদামনের অসাধরন রাজনৈতিক শিষ্ঠাচারের রোল মডেল ও সমাজসংস্কার। দলমতপথ  সকলের নিকট অতুলনীয় গ্রহনীয় তিনি।  মৃদুভাষী ও সহনশীল মেজাজের ভারসাম্য ব্যক্তিত্ব।  সহজ সরল যাপিত জীবন। বলার চেয়ে শুনতে পছন্দ করেন।  হাসিমাখা মুখ সর্বদা।  দীর্ঘদিন জেলার কঠিন ময়দানে গুরুত্বর দায়িত্ব পালন করে চলেছেন সফলতার সহিত রাজনৈতিক অঙ্গনে।  কর্তব্যপরায়ন ও জনপ্রিয় আর আস্হার মৃর্তিমান পদপ্রদর্শক, ছাএছাএী,  অভিভাবক ও সহকর্মিদের সাথে।  একজন সফল প্রভাষক, মানুষ গড়ার কারিগর। সুচারুভাবে ও দক্ষতার মানদন্ডে সুনিপুণতার কারিশমায় বাংলাদেশ জামায়াতে ইসলামি ঝিনাইদহ জেলা  শাখার সম্মানিত নায়েবে  আমির হয়ে অর্পিত দায়িত্ব আনজাম দিচ্ছেন প্রচারবিমুখ জননেতা হিসেবে। সংগঠনের ভাইবোন, প্রতিবেশী, আত্মীয়স্বজন ও উপজেলাবাসির জন্য সর্বদা নিবেদিত আলোর ফেরিওয়ালা । পৈতিক ভিটা উপজেলার এলাঙ্গী ইউনিয়নের চাঁদ পাড়া গ্রামে । তিনি ঐতিহ্যবাহি পৌর শহরের মেইন বাস স্ট্যান্ডে স্বপরিবারে বসাবস করেন। একজন সাদা মনের মহান শিক্ষা গুরু ও সফল রাজনৈতিক ব্যক্তি। সম্প্রতি স্যারের একটা বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে (বক্তব্যটি এমন, থানায় কোনো দালালি চলবে না, দালালি করলে দালালদের খ্যাতা টেনে ছিঁড়ে ফেলবো)যে বক্তব্য একটা ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় থানার দালালদের সতর্ক করার জন্য বলেছেন। কিন্তু বক্তব্যটি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছেন বিরোধী পক্ষের কুচক্রী মহল। এ ব্যাপারে এ প্রতিবেদকের সাথে কথা হয় উক্ত মাহফিলের বিশেষ বক্তা খালিদ হাসান বিন শহীদের সাথে তিনি বলেন, স্যার যখন বক্তৃতা দেন আমি তখন পাশে বসা। তিনি বলেছেন খ্যাতা টেনে ছিড়ে ফেলবো। তবে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্পষ্ট কিছু ভিডিও যাতে অন্যরকম বোঝা যাচ্ছে। স্যারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বিগত সরকারের আমলে আমরা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছি তাতে থানায় সহযোগিতা করেছে কিছু দালালেরা। আমি সেই দালালদেরকেই সতর্ক করে বলেছি। কিন্তু আমার জনপ্রিয়তায় ভীতু হয়ে প্রতিপক্ষ বন্ধুরা বিভিন্নভাবে বিভিন্ন কুৎসা রটাচ্ছেন। আল্লাহ সহায় থাকলে আমার অথবা আমার দলের কোন ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।

No comments

Powered by Blogger.