কালীগঞ্জে বৈশাখী টিভির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
শাহজাহান আলী সাজু-
ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টিভির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় শহরের মোটর মালিক সমিতির সভাকক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেককাটা এবং র্যালীর আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি আলাউদ্দিন আল আজাদ। বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী সাজু,আরটিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, জিটিভির ঝিানাইদহ জেলা প্রতিনিধি ওলিয়ার রহমান , মোহনা টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি সোহেল আহমেদ , কালীগঞ্জ উপজেলা মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন , সাধারন সম্পাদক তপন বিশ্বাস, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন খন্দকার, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বীর জনতার নিজস্ব প্রতিবেদক বাবুল আক্তার, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আহসান কবির, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহারিয়ার আলম সোহাগ , নাগরিক টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি মিশন আলী , দৈনিক কালবেলা পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি ওসমান গনি জুয়েল, দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি এম এ লিতু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক সমকাল পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি জামির হোসেন। আলোচনা সভা শেষে এক র্যালী শহর প্রদক্ষিণ শেষে একই স্থান এসে শেষ হয়। পরে বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
No comments