কোটচাঁদপুরে বিটুমিন চুরি হওয়া ৪০ ব্যারেল উদ্ধার,পৌর শ্রমিকদল নেতাসহ গ্রেফতার ৩
রোকনুজ্জামান কোটচাঁদপুর থেকে -
ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ৪০ ব্যারেল বিটুমিন চুরির সাতদিন পর পৌর শ্রমিকদল নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে কোটচাঁদপুর মডেল পুলিশ চুরি হাওয়া বিটুমিন ঝিনাইদহ থেকে উদ্ধার করেছে। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযগে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর।সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,গত ১৮ তারিখ রাতে কোটচাঁদপুর-সাফদারপুর সড়কের মঈদুল মিয়ার পরিত্যক্ত ইট ভাটা থেকে ৪০ ব্যারেল বিটুমিন চুরি হয়ে যায়।ওই ঘটনায় ১৯ ডিসেম্বর ঠিকাদার তোতা মিয়া ও অলিয়ার রহমান মডেল থানায় অভিযোগ করেন।এরপর বিষয়টি নিয়ে তদন্তে নামেন কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ। গোপন সংবাদে জানতে পারেন চুরি হওয়া বিটুমিন রাখার স্থান। সে অনুযায়ী সোমবার রাতে ঝিনাইদহে অভিযান চালান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশের একটি চৌকস দল। উদ্ধার করেন চুরি হওয়া ব্যারেল বিটুমিন। এ সময় ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহেশপুর উপজেলার নেপা গ্রামের মৃত রয়েল বক্সের ছেলে বিটুমিন চুরির মাস্টার মাইন্ড।
বর্তমানে কোটচাঁদপুরর পৌর এলাকার আদর্শ পাড়ার মাটি ব্যবসায়ী শরিফুল ইসলাম (৪৫),কোটচাঁদপুর পৌর শহরের বেনেপাড়ার আখের আলীর ছেলে পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোমিনুর রহমান (হিরা) (৪৪) ও বেনেপাড়ার আলফা মন্ডলের ছেলে আকরাম হোসেন (৪৮)'কে গ্রেফতার করে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন,অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি তদন্ত শুরু করি। এরপর জানতে পারি চুরি হওয়া বিটুমিনের খবর।গত রাতে ঝিনাইদহে অভিযান চালিয়ে ৪০ ব্যারেল বিটুমিন উদ্ধার করা হয়। তিনি বলেন,অনেক পরিশ্রমের পর চুরির ঘটনাটি দ্রুত উদঘাটন করা সম্ভব হয়েছে উদ্ধার করা হয়েছে মালামাল।
No comments