কালীগঞ্জে আন্তঃ ইউনিয়ন ভলিবল টুনামেন্ট কোলাকে হারিয়ে জামাল ইউনিয়ন দল চ্যাম্পিয়ন

 


রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহের কালীগঞ্জ আন্তঃ ইউনিয়ন ভলিবল টুর্নামেন্টে জামাল ইউনিয়ন ভলিবল দল চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার সকালে সরকারী নলডাঙ্গা ভ’ষণস্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।কালীগঞ্জ বন্ধু মহলের আয়োজনে ১০টি দলের অংশগ্রহনে বিকালে অনুষ্টিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জামাল ভলিবল দল ২ - ০ সেটের ব্যাবধানে কোলা ইউনিয়ন ভলিবল দলকে পরাজিত করে। খেলায় ম্যান অব দি ম্যাচ বিজয়ী জামাল ভলিবল দলের সোহাগ, ম্যান অব দি টুর্নামেন্ট কোলা দলের রোস্তম ও বিশেষ ক্রীড়া নেপূন্যে জামাল দলের রাজন নির্বাচিত হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি সহ সেরাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহব্বায়ক ডাঃ নুরুল ইসলাম ও ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান মুকুল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক সাইদুল ইসলাম. ইলিয়াস রহমান মিঠু, ওহেদ আলী, আতাউল হক জেহাদ, আহসান হাবিব মনা, ক্রীড়া সংগঠক বাবু অজিত ভট্টাচার্য্য, জামির হোসেন, কামরুজ্জামান রাজু. গোলাম সাকলাইন মুরাদ, তোতা ও মিলন সহ অন্যান্য কর্মকর্তাগন। খেলায় রেফারীর দ্বায়িত্বে ছিলেন, আব্দুল হাই ও বিশ্বজিত, ধারাভার্ষ্য দেন জুয়েল রানা এবং স্কোরারের দ্বায়িত্বে ছিলেন মুকুল ও টিপু। 


No comments

Powered by Blogger.