কোটচাঁদপুরে বিজয় দিবস উপলক্ষে শিবিরের প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

 

মোঃ জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার:
সুস্থ দেহ সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন এই স্লোগান কে সামনে রেখে ঝিনাইদহে কোটচাঁদপুরে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিজয় দিবস পালন উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলার এলাঙ্গী মফেজ উদ্দিন বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর আদর্শ থানা শাখার সভাপতি শফিকুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর এলাঙ্গী ইউনিয়নের আমির আব্দুল আওয়াল, অর্থ সম্পাদক মোফাজ্জেল হোসেন, সাবেক শিবির নেতা আহসান হাবীব শামীম। 
এছাড়াও ছাত্রশিবির ও জামায়াতের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বে থাকা নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এ সময় খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন অতিথি বৃন্দরা।

No comments

Powered by Blogger.