কোটচাঁদপুরে চুরির অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি

 


মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর থেকে -

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিএনপি থেকে দুই নেতাকে বহিষ্কার করেছে দলটি। তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপ সহ একাধিক  অভিযোগ রয়েছে বলে জানা গেছে পৌর বিএনপির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে। মঙ্গলবার রাতে স্থানীয় প্রিজন ক্লাবের এক সভা থেকে ওই দুই জনকে অব্যহতি দেয়া হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, তারা হলো পৌর বিএনপির ২ নাম্বার ওয়ার্ডের প্রচার সম্পাদক আকরাম হোসেন ও পৌর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোমিনুর রহমান হীরা। 
এরপেক্ষিতে মঙ্গলবার রাতে তাদের নিয়ে প্রিজন ক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দিয়েছেন দলটি। বিষয়টি নিশ্চিত করেছেন পৌর বিএনপির দপ্তর সম্পাদক সোলাইমান হোসেন (দুলু)।ওই সভায় সাধারণ সম্পাদক আবুল কাশেম,
পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল। তিনি বলেন, ওই দুই নেতার বিরুদ্ধে আমাদের কাছে একাধিক অভিযোগ ছিল। এর মধ্যে ৪০ ব্যারেল বিটুমিন চুরি, তাতে তারা গ্রেফতার হয়েছে। জেলা বিএনপির নেতৃবৃন্দের নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

No comments

Powered by Blogger.