কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ প্রদান
রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহরে কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ প্রদান করা হয়েছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন ও বিকশিত নারী ও শিশু কল্যান সংস্থার আয়োজনে সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ সেমিনার কক্ষে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম।
বিকশিত নারী ও শিশ কল্যাণ সংস্থার সভানেত্রী মোছা: মনোয়ারা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম । উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান
আলী বিপাশ, মাকসুদ রানা, বিএনএসকেএস এর কোষাধ্যক্ষ সুফিয়া
খাতুন,ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের সভাপতি ফাওজুর রহমান সাবিত প্রমুখ।
অনুষ্ঠানে হিরো উমেন স্কলারশীপের আওতায় (অক্টোবর-ডিসেম্বর) সেশনে স্কুল পর্যায়ে ১০জন মেয়েকে মাসিক ৪শ টাকা হারে ১২০০ টাকা এবং কলেজ পর্যায়ে ২৬জন শিক্ষার্থীকে মাসিক ৫০০ টাকা হারে ১৫০০ টাকা প্রদান করা হয়।
No comments