কোটচাঁদপুরে রাতে চারটি কাঠ গোলায় আগুন, থানায় অভিযোগ
রোকনুজ্জামান কোটচাঁদপুর থেকে -
ঝিনাইদহের কোটচাঁদপুরে এক রাতে চার কাঠের গোলকই আগুন দেয়ার ঘটনা ঘটেছে। রবিবার রাতে স্থানীয় মেইনবাসস্ট্যান্ড সংলগ্ন কাঠ পট্রিতে এ আগুন দেয়া হয়। ওই ঘটনায় সোমবার সকালে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী আসাদুল ইসলাম।
জানা যায়, কাঠ পট্রির চারপাশে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি কাঠের গোলা। এ ছাড়া তারপাশেই রয়েছে বেলী তেল পাম্প। রাতে কে বা কাহারা আগুন দেন ওই কাঠের গোলায়। যার মধ্যে রয়েছে বিক্রমপুর উড হাউজ ও স মিল। এ স মিলে রাখা দুই জায়গায় সাইজ কাঠে আগুন দেয় দূর্বৃত্তরা। এ ছাড়াও আগুন দেয় পাশের কাঠ শ্রমিক ইউনিয়নের অফিস রুমে। এ সময় ওই কাঠ পট্রির পাহারাদারের চিৎকারের এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই চার জনের মধ্যে ভুক্তভোগী আসাদুল ইসলাম সোমবার সকালে কোটচাঁদপুর থানায় অভিযোগ করেছেন। তিনি বলেন, ২৯ তারিখ রাতে আমার বন্ধ স মিলে কে বা কাহারা আগুন দেন। এতে করে আমার প্রায় ৫০ হাজার টাকার মত ক্ষতি সাধিত হয়েছে।
তিনি বলেন, ওই সময় যদি পাহারাদার না দেখতে পেতেন, তাহলে বড় ধরনের ক্ষতি হত আরো অনেকের। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টদের নিকট।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, আগুন দেয়ার ঘটনায় একটা অভিযোগ হয়েছে। অভিযোগটি তদন্ত করছেন এসআই অপু। আপনি ওনার সঙ্গে কথা বলেন। ওনি বিস্তারিত বলতে পারবে।
No comments