কালীগঞ্জে বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

 


রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে সাম্য,সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষেঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড  বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশ গতকাল মঙ্গলবার চাপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ -৪ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান ডাঃ নূরুল ইসলাম, বিএনপি নেতা
উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, মোহাম্মদ আলী জিন্নাহ, 
বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহ, পৌর ছাত্র দলের হাসানুজ্জামান ইমন,
 সেচ্ছাসেবকদলের পৌর কমিটির আহবায়ক মাসুম পারভেজ,
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুল লস্কর, মোহাম্মদ আলী, 
বিএনপি নেতা আব্দুল লতিফ, ফজলু মন্ডল, করিম,গোলাম সরোয়ার পুটু,আতিয়ার মাস্টার, 
রেজাউল ইসলাম খোকন, আতাউর রহমান, গোলাম সরোয়ার বকুল, সেলিনা আক্তার, উপজেলা তাতীদলের আহবায়ক আজিজুল ইসলাম বাটুল, ডাক্তার সৌহার্দ ঘোষ বাপ্পি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব রবিউল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, যুগ্ম আহবায়ক মনজুরুল হক খোকা, সাইফুজ্জামান স্বপন, যুবদলের সদস্য বাবলুর রানা, উপজেলা ছাত্রদলের  সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন , পৌর ছাত্র দলের আহবায়ক জুয়েল রানা,সদস্য সচিব তরিকুল ইসলাম, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সদস্য ফারুক হোসেন প্রমুখ।
 অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাবেদ আলী।
প্রধান অতিথি বলেন,  বিএনটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান বলেছেন সাম্যের কথা, তাই যার যার ধর্ম সেই পালন করবে। কারোর ধর্মে পালনে কোন বাধা থাকবে না। আমরা যে বিপ্লব করেছি,সেই বিপ্লব এখন ও শেষ হয়ে যায় নাই।তাই একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। ৫ই আগষ্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার পালিয়ে গেছে।  স্বৈরাচার পালিয়ে গেলেও এদেশের কোন ধর্মের কোন লোকদের আঘাত করা যাবে না,এটা তারেক রহমানের নির্দেশ। আমাদের নেতা তারেক রহমানকে দিনের পর দিন অত্যাচার করেছেন,নির্যাতন করেছেন।
আমরা অন্যায়কারিদের কোন ছাড় দেব না,শুধু আওয়ামী লীগ নয়,বিএনপির কেউ অন্যায় করলে তাকেও ছাড় নয়। তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন,  আপনাদের সন্তানদের লেখাপড়া করাবেন,যাতে তারা মেধায় চাকরি পাই,আমরা অভিভাবক হিসাবে গাইড করবো।তাই আগামীদিনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দিবেন।

No comments

Powered by Blogger.