কোটচাঁদপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রোকনুজ্জামান,কোটচাঁদপুর থেকে : ঝিনাইদহের কোটচাঁদপুরে বর্ণিল আয়োজনে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে শহরের পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান এ কে এম সালাউদ্দিন বুলবুল সিডল। আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হন, চৌগাছা ফুটবল একাদশ বনাম জীবননগর আলোকিত ফুটবল একাদশ। খেলাটি নির্ধারিত টাইমে এক এক গোলে সমতা হাওয়াই ট্রাইব্রেকারে গড়ায়। চৌগাছা ফুটবল একাদশকে (ট্রাইবেকারে) ৪ /২ গোলে পরাজিত করে জীবননগর আলোকিত ফুটবল একাদশ। রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন, রুহুল আমিন টুটুল সহকারি রেফারি হলেন, ইসমাইল হোসেন ও রানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি'র যুগ্ন সাধারণ সম্পাদক রুস্তম কবির, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাস্টার মফিজুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ আশরাফুল ইসলাম সহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ। টুর্নামেন্টের সহযোগী পৃষ্ঠপোষক ছিলেন মেরিন হাউজ, ঢাকা। বিশেষ সহযোগিতায় করেন এস এম রাজীব হাসান দিপু।

No comments

Powered by Blogger.