ঝিনাইদহে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৪৭জনকে আটক করেছে বিজিবি

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৪৭জনকে আটক করেছে বিজিবি। শনিবার সীমান্তের মাটিলা, খোশালপুর, পলিয়ানপুর, বাঘাডাঙ্গা, শ্যামকুড় ও লড়াইঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১২ জন নারি, ১৯ জন পুরুষ ও ১৬ জন শিশু রয়েছে। মহেশপুর বিজিবি ৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্নেল শাহ মো: আজিজুস শহীদ জানান, তারা নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন, মহেশপুর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে কিছু মানুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৭ জনকে আটক করে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে শনিবার পর্যন্ত মহেশপুর ৫৮ বিজিবি মোট ৯৩৩ জনকে আটক করেছে। এর মধ্যে ৮৮৫ জন বাংলাদেশী, ২৮ জন ভারতীয়, ২০ জন রোহিঙ্গা, সাবেক এমপি, সাবেক মন্ত্রী ও জেল পলাতক আসামী রয়েছেন বলে জানা গেছে।

No comments

Powered by Blogger.