হরিনাকুন্ডুতে রাতের আধারে বাড়িতে হামলা, ভাংচুর
রবিউল ইসলাম,স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার দুর্লভপুর মাঝপাড়া গ্রামে মোহাম্মদ হাসানুজ্জামান নামের এক ব্যক্তির বাড়িতে গভীর রাতে হামলার ঘটনা ঘটেছে। এসময় ওই বাড়ির একটি মোটর সাইকেল, সেলাই মেশিন ও কিছু আসবাবপত্র ভাংচুরের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি।
জানা যায়, গেল রাতে ওই গ্রাম থেকে রবিউল মন্ডল নামের এক ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেপ্তার করে হরিনাকুন্ডু থানা পুলিশ। এরপর ওই বাড়ি থেকে নাটোরের বড়াই গ্রাম থানার অপহরণ মামলার এক আসামী গ্রেপ্তার ও এক নারীকে উদ্ধার করা হয়। এ ঘটনার জেরে রবিউলের পরিবারের সদস্যরা, এবং তাদের সমর্থক গ্রামের পারুল মন্ডল, মাসুদসহ অন্যরা গেলরাত আড়াইটার দিকে পাশ্ববর্তি বাসিন্দা মোহাম্মদ হাসানুজ্জামানের বাড়িতে হামলা করে ভাংচুর করে। পরবর্তিতে বিষয়টি প্রকাশ করলে আবারো হামলার ভয় দেখিয়ে বেরিয়ে আসে হামলাকারীরা।
এদিকে ভুক্তভোগী মোহাম্মদ হাসানুজ্জামানের স্ত্রী সোনিয়া খাতুন অভিযোগ করে বলেন, তাদের জমির পাশের তিনটি মেহগনি গাছ প্রায় ১৬ দিন আগে কাটা হয়েছিল। পরে এই কাটা গাছ আনতে গেলে মোহাম্মদ হাসানুজ্জামানকে বাধা দেয় রবিউল মন্ডল, পারুল মন্ডল, মাসুদ পাতাসহ আরো অনেকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে চাদা না পেয়ে রাতে তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বিএনপির রাজনীতির সাথে জড়িত বলেও দাবি তার ।
হরিনাকুন্ডু থানার ওসি এম এ রউফ খান বলেন, হামলার ঘটনাটি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
No comments