ঝিনাইদহে জেলা প্রশাসকের কাছে আশা’র কম্বল হস্তান্তর

ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে ৫০০ শত শীতবস্ত্র হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, আশা’র সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলাম, জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজুর রহমান, আরএম কাজী ফজলুল হকসহ অন্যান্যরা। সেসময় আশা’র কর্মকর্তারা বলেন, বিশ্বের সর্ববৃহৎ আত্বনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান আশার নিজস্ব অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারও ৫’শতাধীক শীতবস্ত্র বিতরণ করেছে। আগামীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

No comments

Powered by Blogger.