মানুষের ভোটার অধিকার হরণ করে এমন স্বাধীনতা আমরা চাইনি। -অধ্যক্ষ আব্দুল হাই
জাহাঙ্গির হোসেন স্টাফ রিপোর্টার.
মানুষের ভোটার অধিকার হরণ করে এমন স্বাধীনতা আমরা চাইনি। ধর্ষণ সেঞ্চুরি করে উল্লাস করে এমন স্বাধীনতা আমরা চাইনি। যে খালে বিলে মাছ পাওয়া যেত সেখানে পাওয়া যায় মানুষের লাশ এমন স্বাধীনতা আমরা চাইনি। যে দেশে আলেমদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয় এমন স্বাধীনতা আমরা চাইনি। যে দেশের স্বার্থ ভারতের হাতে তুলে দেওয়া হয় এমন স্বাধীনতা আমরা চাইনি। যে দেশে গণমাধ্যমের দুটি চোখে ধরা হয় মন স্বাধীনতা আমরা চাইনি। দেশের এমপি মন্ত্রীরা দুর্নীতি করে এর অর্থ অন্য দেশে পাচার করে এমন স্বাধীনতা আমরা চাইনি। কোটচাঁদপুর জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন, অধ্যক্ষ আব্দুল হাই।
রবিবার (২৪শে নভেম্বর) বিকাল ৩ টায় কোচাঁদপুর বাজার পায়রা চত্বরে পৌর জামায়াতের আয়োজনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা নজির আহমেদ এর সভাপতিত্বে ও মুহাদ্দিস আব্দুল কাইয়ুম ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শুরা সদস্য ও উপজেলা জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান। জেলা শুরা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম। জেলা শুরা সদস্য ও ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসেন প্রমুখ।
No comments