ঝিনাইদহে ফসলের সাথে শত্রুতা!

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার- ঝিনাইদহ পৌরসভার মুরারীদহ গ্রামে এক কৃষকের ৪০ শতক জমির টমেটো ক্ষেত বিনষ্ট করে দিয়েছে দুবৃর্ত্তরা। শনিবার গভীর রাতে ওই গ্রামের জিকে তলার মাঠে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষক ওই গ্রামের শাহ মোহাম্মদ আব্দুস সামাদ জানান, গ্রামের মাঠে তিনি ৪০ শতক জমিতে টমোটোর আবাদ করেছিলেন। গাছে ফুল ও ফল ধরতে শুরু করেছে। শনিবার সকালে তিনি মাঠে গিয়ে দেখতে পান তার টমেটো ক্ষেত কে বা কারা বিনষ্ট করে দিয়েছে। গাছের জন্য দেওয়া মাচা কেটে দিয়েছে। এতে গাছগুলোও ক্ষতিগ্রস্থ হয়েছে। ভুক্তভোগী কৃষক শাহ মোহাম্মদ আব্দুস সামাদ বলেন, গ্রামে কারো সাথে আমার কোন শত্রæতা নেই। আমি কারো এমন ক্ষতি করিনি যে তারা আমার ক্ষতি করবে। তবে আমি কয়েকদিন আগে একটা দুর্ঘটনার শালিসে স্বাক্ষী দিয়েছিলাম। আমি ধারণা করছি গ্রামের ঝন্টু মন্ডল নামের ওই ব্যক্তির বিরুদ্ধে স্বাক্ষী দেওয়ায় তিনি আমার এই ক্ষতি করেছে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ফসল নষ্টের ব্যাপারে শুনেছি। ভুক্তভোগী অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

No comments

Powered by Blogger.