ঝিনাইদহ দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত, আহত ৩ জন

স্ট্যাফ রিপোর্টার- ঝিনাইদহ সদরের নতুনবাড়ি এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। সেসময় আহত হয় আরো ৩ জন। শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের উপজেলা পাড়ার আজিজুল ইসলামের ছেলে। ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সকালে চট্রগ্রাম বন্দর থেকে সার বোঝাই একটি ট্রাক ঝিনাইদহ বিসিক শিল্পনগরী এলাকায় আসছিল। পথিমধ্যে ঝিনাইদহের নতুনবাড়ি এলাকায় পৌছালে সামনের দিন থেকে আসা বালু বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সার বোঝাই ট্রাকের চালক মারা যায়। সেসময় আহত ২ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং অপর একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে দুর্ঘটনার ফলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে যানযট তৈরি হলে প্রায় এক ঘন্টার চেষ্টার পর পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। নিহতের মৃতদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments

Powered by Blogger.