কোটচাঁদপুরে পৌর ছাত্র দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত
রোকনুজ্জামান কোটচাঁদপুর থেকে-
ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোটচাঁদপুর পৌর শাখার ৯নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম শাহরিয়ার ইমন এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেইন বাজারে পিজন ক্লাবে জাতীয়তাবাদী ছাত্রদল কোটচাঁদপুর পৌর শাখার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সে সময় জেলা বিএনপি'র সহ-সভাপতি আবুবকর বিশ্বাস, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাউদ্দিন বুলবুল সিডল, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মির্জা টিপু, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কোবির মিলন, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক,পৌর কৃষক দলের আহ্বায়ক ফিরোজ উদ্দিন মানিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন লিওন, সদস্য সচিব হুমায়ুন কবির হীরা, পৌর ছাত্রদলের আহ্বায়ক বাঁধন রাজিব নিশু, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাব্বি হোসেন প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মহাতামীম মাওলানা নুরুন্নবী আশেকী। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিকদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন
No comments