কালীগঞ্জে বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দল থেকে অব্যাহতি
রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ পরিপন্থী কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় বারবাজার ইউনিয়ন বিএনপির ২ কর্মীকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহঃবার (৩ অক্টোবর) কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব মাহাবুবার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বহিস্কার আদেশ দেওয়া হয়।
বহিষ্কৃতরা হলেন-বারবাাজার মহিষাহাটি গ্রামের খোদা বক্স এর ছেলে আসাদুল ইসলাম ও বেলাট দৌলতপুর গ্রামের মান্দার বিশ্বাসের ছেলে সাবু বিশ্বাস। বহিষ্কারের পাশাপাশি দলের সকল স্তরের নেতাকর্মীদের তাদের সাথে যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহঃবার বারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালামের ছেলে সজিব, সজিবের স্ত্রী বাধন ও তার মাকে বিকাল সাড়ে ৪ টার দিকে বারবাজার সিএনজি স্ট্যান্ড থেকে যশোর যাওয়ার পথে মান্দারতলা নাম স্থান থেকে অপহরন করা হয়। বর্তমানে ইউপি চেয়ারম্যানের বৌমা বাধন ও তার মা বাড়িতে অবস্থান করলেও ছেলে সজিব যশোর সদর হাসপাতালে ভর্তি আছে বলে জানা যায় । তবে এ ঘটানার সত্যতা কালীগঞ্জ থানার আফিসার ইনচার্জ (ওসি) মো. আবু আজিফ স্বীকার করলেও কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন।
No comments