কোটচাঁদপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

মো জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার--ঝিনাইদহের কোটচাঁদপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

 উপজেলার ৪ নং বলুহর  ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 
এতে  সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ ইরফাদুল ইসলাম। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  থানা বিএনপির যুগ্ন সম্পাদক  মোঃ আসির উদ্দিন। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘ সময় ধরে জবরদখল করে ক্ষমতায় ছিল। সেসময় আমাদের কোন প্রোগ্রাম করতে দেয় নাই। হামলা করেছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। বাড়িতে ঘুমাতে পারি নাই। এমনকি স্বাভাবিক কাজ করতে পারি নাই। স্বাধীন ভাবে চলতে পারি নাই। তাদের অপকর্মের কারণে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এরপর তিনি প্রত্যেক নেতা কর্মীকে দেশ গড়ার জন্য অগ্রনি ভুমিকা পালন করার আহবান জানান। 
 এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আশরাফ আলী, 
সাধারণ সম্পাদক মোঃ মফিজ উদ্দিন, থানা যুবদলের আহবায়ক মোঃ আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজুল আলম মামুন সহ থানা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আশরাফুজ্জামান মিন্টু।

No comments

Powered by Blogger.