শারদীয় দূর্গোৎসবে শান্তি-শৃংখলা বজায় রাখতে প্রতিটি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের পাশে নেতাকর্মীদের থাকার আহবান বিএনপি নেতা হামিদুল ইসলামের।
আসন্ন দূর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় গতকাল ০৬ অক্টোবর রবিবার হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
ঝিনাইদহ-০৪ নির্বাচনী এলাকা ও কালীগঞ্জ উপজেলা ব্যাপি আসন্ন দূর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় গতকাল ০৬ অক্টোবর রবিবার হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহাবুর রহমান মিলন। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল্টু। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মজিদ, নাজমুল হাসান তিতাস, আনোয়ারুল ইসলাম রবি, আবু জাফর, নজরুল ইসলাম, কামরুল মুন্সি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সভায় প্রধান অতিথি ঝিনাইদহ-০৪ নির্বাচনী এলাকা ও কালীগঞ্জ উপজেলা ব্যাপি আসন্ন দূর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় কালীগঞ্জ উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংঠনের নেতাকর্মীদের মন্দিরে মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করতে তাদের পাশে থাকার আহবান জানান।
No comments