কালীগঞ্জের তরুণ আইনজীবী স্পেশাল ট্রাইব্যুনালে এপিপি নিযুক্ত

 

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:

ঝিনাইদহের কালীগঞ্জের সন্তান সুপ্রীম কোর্ট বারের তরুণ আইনজীবী এ্যাডভোকেট জিল্লুর রহমান এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর স্পেশাল ট্রাইব্যুনাল( জজ আদালত ঢাকা)এর এপিপি হিসেবে নিয়োগ পেয়েছেন।
তিনি ১০/০২/১৯৯০ সালে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের নাকোলবাড়ীয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম  গ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট ব্যবসায়ী  মোহাম্মদ ইয়াকুব আলী। তিনি স্থানীয় একটি দাখিল মাদ্রাসা থেকে ২০০৪ সালে কৃতিত্বের সাথে  দাখিল, ২০০৬ সালে শোয়াইবনগর কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেন। এরপর তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে আইনে এল এল বি ও এল এল এম ডিগ্রি অর্জন করেন । তিনি ২৩/০২/২০১৮ তাং ঢাকা হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্তি হন। ব্যক্তিগত জীবনে সুরাইয়া সুলতানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুরাইয়া সুলতানা বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনবিভাগের একজন শিক্ষার্থী। জিল্লুর ও সুরাইয়ার সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। 

No comments

Powered by Blogger.