কোটচাঁদপুরে ওষুধ ফার্মেসীতে জরিমানা আদায়

 


রোকনুজ্জামান কোটচাঁদপুর  

ঝিনাইদহের কোটচাঁদপুরে পৌর শহরের হাসপাতাল মোড়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৩ ওষুধ ফার্মেসী মালিক কে মোট ১৩ হাজার টাকা নগদ অর্থ জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে।সে সময়  উপস্থিত ছিলেন, ঝিনাইদহের ওষুধ পরিদর্শক একরামুল করিম। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০ ধারায় 
ওষুধ  ফার্মেসী মালিক মোঃ হাসানুজ্জামান ডাবলু (৪৫) কে ৫ হাজার, মোঃ তারেক ইকবাল (৬০) কে ৬ হাজার ও মোঃ মুকুল আহমেদ (৪৫) কে ২ হাজার  টাকা নগদ অর্থ জরিমানা করা হয়। 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার  উছেন মে বলেন, ফ্রিজিশিয়ান স্যাম্পল রাখা, বাইরে ওষুধ রাখা, ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৩ প্রতিষ্ঠান মালিক সর্বমোট ১৩ হাজার টাকা নগদ অর্থ জরিমান করা হয়েছে।এ সময় মডেল থানার উপপরিদর্শক এস আই মাসুদ সহ পুলিশের একটি চৌকস দল ও  উপজেলা প্রশাসন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.